চিরকুট লিখে সাতক্ষীরার ঘরপালানো স্কুলছাত্র চট্টগ্রামে উদ্ধার

বাড়িতে চিরকুট লিখে বাড়ি থেকে পালিয়ে যাওয়া স্কুলছাত্র উদ্ধার হল চট্টগ্রাম থেকে। শনিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে ওই স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। বাড়িপালানো মোহায়মিনুল ইসলাম সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা সাতক্ষীরা সদর থানার পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে বাড়িতে একটি চিরকুট লিখে সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে যায় মোহায়মিনুল ইসলাম। এরপর থেকে নিখোঁজ ছিল সে। শনিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকা থেকে মোহায়মিনুলকে উদ্ধার করা হয়। এরপর তাকে সাতক্ষীরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মোহায়মিনুল চিরকুট লিখে কেন পালালো, তার সঙ্গে আরও কেউ ছিল কিনা—সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

চিঠিতে সে লিখেছিল, ‘আমি গৃহ পলায়ন করি নাই। গৃহত্যাগ করিলাম। সত্যের সন্ধানে যাচ্ছি। আমাকে খুঁজে লাভ নেই। সত্যের মধ্যে সত্য আছে। কাজের ভেতরে কাজ আছে। দীর্ঘকাল আমাকে কেহ চিনে নাই, জানে নাই আমার কাজকে। আজ হয়তো প্রভুর অনুমতিক্রমে আমার সময় শেষ। তাই চলিলাম। আমি সত্য লইয়াই আঁধার রাতে বাহির হইয়াছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!