চিটাগাং উইকেন্ড ক্লাবের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন কন্টিনেন্টাল

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে টি-টেন কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টিনেন্টাল গ্রুপ। শনিবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে তারা ২৫ রানে হারায় মাস ইন্টিমেট্সকে।

ফাইনালে টসে জিতে মাস ইন্টিমেট্স প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কন্টিনেন্টাল গ্রুপকে। ব্যাট করতে নেমে কন্টিনেন্টাল গ্রুপ নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। রুবেল ৪৬ ও সাব্বির ৪৪ রান করেন।

জবাবে মাস ইন্টিমেট্স ৮.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সাজ্জাদ সর্বোচ্চ ২৮ রান করেন। কন্টিনেন্টালের বাপ্পা ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা হন কন্টেনেন্টাল গ্রুপের সাব্বির।

এর আগে সকাল ৯ টায় ও সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মাস ইন্টিমেট্স ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় টি জেড ফ্যাশনকে। টি জেডের করা ৮০ রান মাসের উদ্বোধনী ব্যাটসম্যানের ঝোড়ো ৫২ রানের সুবাদে মাত্র ৬.৪ ওভারে ডিঙিয়ে যায়। ম্যাচ সেরা হন কফিল।

দ্বিতীয় সেমিফাইনালে ইস্পাহানি স্পোর্টস ক্লাবকে ৪ উইকেটে হারায় কন্টিনেন্টাল। প্রথমে ব্যাট করতে নেমে ইস্পাহানি ৯২ রান করে। জবাবে মাইনুদ্দিন রুবেলের হার না মানা ৫৪ রানে এক বল বাকি থাকতে জয়ের দেখা পায় কন্টিনেন্টাল। ম্যাচ সেরা হন রুবেল।

চট্টগ্রামের ৬টি কর্পোরেট হাউসকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের পরিচালক মো. মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আবুল হাশেম, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, সাবেক জাতীয় ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠক সুলতানুল আবেদীন চৌধুরী, রিটজি গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শওকত আলী মামুন।

এছাড়া উইকেন্ড ক্লাবের সহ-সভাপতি শহিদুর রহমান, ক্লাব কর্মকর্তা ও সাবেক খেলোয়াড় ফজলে বারী খান রুবেল, নুরুল আবেদীন নোবেল, জাহিদ হাসান জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বী খান সাজ্জাদ, ফজলে আহসান খান টিটু, ওয়ালিউল আবেদীন শাকিল এবং বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু ও প্রাভীন হিঙ্গানিকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!