চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের কর্পোরেট টি-টেন টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম দিনে সম্পন্ন হয়েছে ৩টি খেলা

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে চট্টগ্রামের ৬টি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী ক্লিফটন গ্রুপ টি-টেন কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস।

এছাড়া অতিথি হিসেবে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কো-স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শওকত আলী চৌধুরী মামুন, আয়োজক কমিটির সহ-সভাপতি সাবেক জাতীয় ক্রিকেটার মো. শহিদুর রহমান, সদস্য সচিব ফজলে বারী খান রুবেল, নুরুল আবেদীন নোবেল, জাহিদ হাসান, জাহিদ রেজা বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু।

উদ্বোধনী দিনে সম্পন্ন হয়েছে ৩টি খেলা। তাতে তিনটি দলেরই পয়েন্ট সমান হওয়ায় নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে কন্টিনেন্টাল গ্রুপ এবং টি জেড ফ্যাশন।

দিনের প্রথম খেলায় কন্টিনেন্টাল গ্রুপ ৩৪ রানে টি জেড ফ্যাশনকে পরাজিত করেছে। টসে হেরে কন্টিনেন্টাল গ্রুপ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে টি জেড ফ্যাশন ৮.২ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ সেরা হন কন্টিনেন্টাল গ্রুপের তাহমিদ। তার হাতে পুরস্কার তুলে দেন টি জেড ফ্যাশনের চেয়ারম্যান জালাল উদ্দিন।

দিনের দ্বিতীয় খেলায় টি জেড ফ্যাশন ৩৬ রানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে পরাজিত করে। টসে জিতে টি জেড ফ্যাশন ৫ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। জবাবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করতে পারে। ম্যাচ সেরা টি জেড ফ্যাশনের মুরাদের হাতে পুরস্কার তুলে দেন সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।

দিনের তৃতীয় ও শেষ খেলায় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৫ উইকেটে কন্টিনেন্টাল গ্রুপকে পরাজিত করে। টসে জিতে কন্টিনেন্টাল গ্রুপ ৭ উইকেট হারিয়ে ৬৮ রান করে। জবাবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জয়ী দলের জসিম হন ম্যাচ সেরা। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় আফতাব আহমেদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!