চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আল্লামা শফী

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আল্লামা শফী 1প্রতিদিন ডেস্ক : ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন দেশের প্রবীণ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার বিকালে তিনি ঢাকার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি বিমানবন্দরের পাশে একটি মাদ্রাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার পরে একটি ফ্লাইটে চট্টগ্রামে যান।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে ভিড় করেছেন হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ হেফাজতের নেতাকর্মীরা।

এক মাসেরও বেশি সময় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হেফাজত আমির গত ২২ জুলাই দিল্লি যান। সেখানে অ্যাপোলো হাসপাতালে তাঁকে চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২৯ জুলাই ছাড়পত্র দিলেও গত সাত দিন তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় অবস্থান করেন।

শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন বয়োবৃদ্ধ এই আলেম। তাঁর বয়স প্রায় ৯৬ বছর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!