চিকিৎসকদের কর্মশালা: সিপিআর প্রয়োগে মৃত্যু ঠেকানো সম্ভব

২২ তরুণ চিকিৎসকের অংশগ্রহণে শুক্রবার (২৬ জুলাই) দুই দিনব্যাপী হ্যান্ডস অন সিপিআর শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে চিকিৎসকদের সংগঠন ইয়াং সোশ্যাল অ্যাক্টিভিজম বাংলাদেশের (ওয়াই স্যাব) এ কর্মশালা আয়োজন করে।

অিনুষ্ঠানে বক্তারা বলেন, হার্ট অ্যাটাকের পর দ্রুত কার্ডিয়াক পালমোনারি রিসাসসিটেশন (সিপিআর) প্রয়োগ করা গেলে রোগীকে মৃত্যুর থেকে থেকে ফিরিয়ে আনা সম্ভব। উন্নত দেশে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এ পদ্ধতি জানেন। তবে আমাদের দেশে এ পদ্ধতি জানেন খুব কম মানুষ। কিন্তু জীবন রক্ষা করতে এ পদ্ধতি জানা জরুরি।

বক্তারা আরও বলেন, যদি হৃদপিণ্ড বা শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স ডাকার পাশাপাশি সিপিআর শুরু করতে হবে। এ পদ্ধতি তিন মিনিটের মধ্যে প্রয়োগ করতে পারলে জীবন বাঁচানো সম্ভব। এজন্য সবাইকে সিপিআর দেয়া শিখতে হবে।

কর্মশালায় ২২ তরুণ চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন ডা. মিজান উদ্দিন ইমরান ও ডা. নাদিম হায়দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মো. বদরুদ্দোজা, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মো. আসিফ খান এবং মোডাস ইন্টারন্যাশনাল আঞ্চলিক ব্যবস্থাপক মো. সেলিম জাহাঙ্গীর, ওয়াই স্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হামিদ হোছাইন আজাদ প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!