চা শ্রমিকদের শীতবস্ত্র দিল সনাতন সংগঠন

মহামারি করোনা তাণ্ডবের পাশাপাশি তীব্র শীতে কষ্ট পাচ্ছে সুবিধা বঞ্চিত চা বাগানের শ্রমিকরা। চট্টগ্রােমর ফটিকছড়ি ভুজপুর নিউ দাঁতমারা চা বাগানের শতাধিক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সনাতন সংগঠন।

সােমবার (১৮ জানুয়ারি) চা বাগানের দূর্গা মন্দিরের মাঠে শ্রমিকদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শ্যামল কর্মকারের সভাপতিত্বে অনুপম ভট্টাচার্যের সঞ্চালনায় অুনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রেষ্ঠ সনাতন কর্মী সুমন বণিক, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মিহির, রূপন দাশ, রূপক দে, মৃদুল কর্মকার।

স্বাগত বক্তব্য রাখেন মাস্টার পার্থ ঘোষ, মাস্টার কৃষ্ণ শীল, বাবু নিরঞ্জন নাথ মন্টু।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতি বছর সনাতন সংগঠন সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে শীত উৎসবের আয়োজন করে থাকে। এ বছর করোনার কারণে শীত উৎসব নয়, শীতের সুরক্ষার দিকটি বিবেচনায় রেখে মানুষের মাঝে শীতের কম্বল, মাস্ক এবং সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করেছে।

উপস্থিত ছিলেন রুপম ভট্টাচার্য, শ্রী বাসব কুমার দাশ, সুমন কুমার দে, অমল কান্তি, সুমন চক্রবর্তী, প্রণজিৎ সেন, পলাশ ঘোষ, রতন বাগদী, অপু কুর্মী, রনি দে, পলাশ গুহ, রিকাশ শীল, প্রভাষ গুহ, সৈকত কুর্মী রুবেল, নন্দনসহ ফটিকছড়ি সনাতন ইউনিটের সদস্যবৃন্দ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!