চাল পাচারের ঘটনায় র‌্যাবের মামলা দায়ের

চাল পাচারের ঘটনায় র‌্যাবের মামলা দায়ের 1নিজস্ব প্রতিনিধি : সরকারী খাদ্য গুদাম থেকে পাচারকালে ৭ট্রাক ভর্তি ১৫৫ মেট্রিক টন (৩ হাজার ৯৬ বস্তা) চাল জব্দ এবং পাচারের সাথে জড়িত ৫ জনকে আটকের ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নগরীর হালিশহর থানায় মামলাটি দায়ের করেন র‌্যাব-৭ এর নায়েক সুবেদার জহির উদ্দিন।

আটক হালিশহর সিএসডি গোডাউনের ম্যানেজারসহ ৫ জনকে মামলায় আসামী দেখিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান হালিশহর থানা ওসি মাহফুজুর রহমান। তিনি জানান, জব্দ করা ৭ট্রাক ভর্তি ১৫৫ মেট্রিক টন (৩ হাজার ৯৬ বস্তা) চালসহ ট্রাকগুলো থানায় হস্কান্তর করেছে র‌্যাব। আটক ৫ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর হালিশহর সিএসডি গোডাউন ও সিটি গেইট সংলগ্ন অপর একটি বেসরকারী গুদামে এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ সরকারী চাল পাচারেরকালে জব্দ করে। এসময় সরকারী খাদ্য গুদামের ম্যানেজারসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন-ম্যানেজার প্রণয়ন চাকমা (৪৭), শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও মো, ওসমান (৪৫)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!