চালক মেরে দিনেদুপুরে ছিনতাই হল সিএনজি অটোরিকশা

চট্টগ্রামের সাতকানিয়ায় দিন দুপুরে চালককে মারধর করে সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটায় এ সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার ২ নম্বর ব্রিজের মনতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের পেশায় সিএনজি চালক মো. নাসির প্রতিদিনের মতই যাত্রী পরিবহন করছিলেন। উপজেলার কেঁওচিয়ার মনতলা এলাকায় যাত্রী নিয়ে গেলে পূর্ব পরিকল্পনা অনুসারে একদল ছিনতাইকারী সিএনজি অটোরিকশা চালক নাসিরকে আটকে রেখে মারধরের পর তার সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেয়। এ সময় তার সাথে থাকা টাকা পয়সাও ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা চালক মো. নাসিরকে উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে চিকিৎসা করান।

এ বিষয়ে চালক মো. নাসির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাজালিয়ার চিহ্নিত ছিনতাইকারী হাসান ও তৌহিদ আমার সিএনজি অটোরিকশা আটকে মারধর করে। আমার শার্টের পকেটে থাকা টাকাও নিয়ে নেয়। এবং আমার সিএনজি অটোরিকশাও নিয়ে যায়। আমি সাতকানিয়া থানায় ছিনতাই আর চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে বাজালিয়ার সাবেক মেম্বার মমতাজ ও লোকমান বলেন, ‘আসলে হাসান ছেলেটা কিছুদিন আগে জেল থেকে বের হয়ে আবারো এই অপকর্মে জড়িত হয়েছে।’

সাতকানিয়ার থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, ‘বিষয়টা অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!