চার মাস পর বেতন পেলেন বরকলের পরিবার কল্যাণ বিভাগের কর্মচারীরা

চার মাস পর বেতন পেলেন রাঙামাটির বরকল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩৫ জন কর্মচারী।

ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে বদলি করার পর নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় চার মাস ধরে বেতন আটকে ছিল বলে জানা গেছে।

২২ মে জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. বেবী ত্রিপুরাকে ওই পদে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে বেতনের বিলে স্বাক্ষর করায় মঙ্গলবার (২৮ মে) কর্মচারীরা বেতন পেয়েছেন।

জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. বেবী ত্রিপুরা জানান, পদশূণ্য থাকায় বেতনের বিলে স্বাক্ষর করা সম্ভব হয়নি বলে বেতন আটকে গিয়েছিল। এই সমস্যা আর থাকবে না।

পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক সাহানওয়াজ জানান, পদশূণ্য থাকায় বেতনের সমস্যা হয়েছিল। বর্তমানে দাপ্তরিক কর্মকান্ড পরিচালনার জন্য একজনকে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে। আগামীতে কর্মকর্তা নিয়োগ দিলে কোন সমস্যা হবে না।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!