চার মাস পর কক্সবাজার-ঢাকা আকাশ পথে বিমান উড়ছে

দীর্ঘ চার মাস পর কক্সবাজার-ঢাকা বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে এই বিমান চলাচল শুরু হয়।

বিকেল ৩টা পর্যন্ত নভোএয়ার ও ইউএস বাংলার দুটি বিমান কক্সবাজার থেকে ঢাকা ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার (ভারপ্রাপ্ত) জয়দেব কুমার বিশ্বাস। বিমান বন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় দুই শিফটে ডাক্তার ও নার্স কাজ করছে বলে জানান তিনি।

এদিকে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমান বন্দরের প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এসময় তিনি বলেন, বিমান বন্দরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে মেডিকেল বোর্ড স্থাপন করা হয়েছে। যাত্রীদের ভ্রমণ ইতিহাস রেজিস্টারে লিপিবদ্ধ করা, লাগেজ জীবাণুমুক্ত করা এবং সন্দেহভাজন যাত্রীদের আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বিমান বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!