চান্দগাঁওয়ে যুবক খুনে নারীসহ আটক ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদারপাড়ায় কামরুল হত্যাকান্ডের ঘটনায় জিসান ও জোহরা বেগম নামের দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাতেই তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কামরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় জিসান ও জোহরা বেগম নামের দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

প্রসঙ্গত, নিহত কামরুলের চাচা জয়নাল আবেদিনের ঘরে পানির কল ঠিক করে মিস্ত্রি আনে তার ছেলেরা। কাজ শেষে ওই মিস্ত্রি জয়নালদের কাছে আড়াই ‘শ টাকা দাবি করে। এ বিষয়টি নিয়ে জয়নালের ছেলে রাকিব, জিসান ও মেয়ে জোহরা বেগমের তর্ক হয়। এ সময় জয়নালের ভাইপো কামরুল এসে ওই মিস্ত্রিকে আড়াইশ টাকা দিয়ে দিতে অনুরোধ জানায়।

কামরুলের পরিবারের দাবি, ওই মিস্ত্রিকে টাকা দিয়ে দিতে বলায় জয়নালের ছেলে রাকিব ও জিসান কামরুলকে মারধর শুরু করে। তারা তাকে দেয়ালের সঙ্গে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। কামরুল পেশায় টিভি ও ইলেক্ট্রনিক্স মেকানিক ছিল।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!