চান্দগাঁওয়ে ভবনে পানি জমে থাকায় ৪ মালিককে জরিমানা

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযোগ পরিচালনা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন ভবন ও বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে উপযোগী জমাট পানির উৎস পাওয়ায় চার ভবন মালিকের বিরুদ্ধে মামলাসহ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এডিস মশার বংশ বিস্তার রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত এই পরিচালনা করেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, চান্দগাঁও আবাসিক এলাকায় দুটি নির্মাণাধীন ভবন ও দুটি বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়া যায়। এ সময় চার ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়ে করা হয় এবং সঙ্গে ৪৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

একই অভিযানে চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়া গোদার বাঁচা মিয়া মিস্ত্রি বাড়ির রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!