চান্দগাঁওয়ে জুয়ার আসরে পুলিশের হানা, ২০ জুয়াড়ি আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোড এলাকা থেকে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩২ হাজার টাকাও উদ্ধার করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে কলাবাগান লেদুর সেমি পাকা ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জুয়াড়িরা হলেন মো. মনসুর (২৮), ইয়ার মাহমুদ (৪০), মো. শাহিন মিয়া (২৪), তোফাইল আহমদ (২৬), সাজ্জাদ চৌধুরী, মো. সোহাগ (৩০), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. আবু তালেব (৩৪), মো. ইসমাইল (৩১), নুর মোহাম্মদ (৩৫), কামাল হোসেন (২৮), মো. দিদারুল ইসলাম ইরফান (৩১), মো. নাছির (২৫), মো.আজিজ (৩২), মো. মানিক হোসেন (৪২), সুমন দাশ (৩৫), আব্দুর রহমান (৫০), আব্দুছ সাত্তার (৩৯), এনামুল হক (৪৩) ও আহম্মদ আজাদ (৪০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, ইস্পাহানি জেটি রোড কলাবাগান লেদুর সেমি পাকা ঘর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২০ জনকে আটক করা হয়েছে।

এ সময় নগদ ৩২ হাজার ১১০ টাকা, ৮ বান্ডেল জুয়া খেলার তাস, ১৮৬টি জুয়া খেলার খোলা তাস উদ্ধার করা হয়। আটক জুয়াড়িদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!