চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন

নগরীর চান্দগাঁও এলাকায় ছুরিকাঘাতে মো. জিয়াদ নামের এক যুবক খুন হয়েছেন। তিনি সানোয়ারা আবাসিক এলাকা সংলগ্ন দর্জিপাড়ার মৃত মো. সেলিমের ছেলে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিহত জিয়াদের বড় ভাইয়ের কাছে চাঁদা না পেয়ে তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রাত ৮টার দিকে চান্দগাঁও থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আযাদ বলেন, ‘নিহত জিয়াদের বড় ভাই জাহিদ হোসেনের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রোববার সন্ধ্যায় জাহিদকে মারধর করে। বড় ভাইকে মারধরের প্রতিবাদ করায় ছোটভাই জিয়াদের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

ওসি আবুল কালাম আরো জানান, ‘জিয়াদকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা সন্ত্রাসীদের পরিচয় পেয়েছি। তাদের আটকে অভিযান অব্যাহত আছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান।’

সিটি কলেজ শিক্ষার্থী মো. আনিসুর রহমান জানিয়েছেন, ‘স্থানীয় বখাটে রাসেলের নেতৃত্বে তার সহযোগীরা জিয়াদকে ছুরিকাঘাত করেছে।’

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!