চান্দগাঁওয়ে খাগড়াছড়ির কিশোরী উদ্ধার তরুণসহ, পালিয়ে বিয়ের দাবি

খাগড়াছড়ি থেকে অপহরণের প্রায় ৪ মাস পরে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে পরিচালিত এক অভিযানে অপহরণের ওই ঘটনায় স্বরূপ দে (২৩) নামের এক তরুণকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের সিংগিনালা এলাকার এক কিশোরী অপহরণের শিকার হয়। ওইদিনই খাগড়াছড়ি সদর থানায় অপহরণের একটি মামলা হয়।

এরপর ৪ মাস ৮ দিন পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে ঘটনার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

অভিযান চলাকালে রাউজানের চিকদাইর গ্রামের আকাশ দে’র ছেলে স্বরুপ দেকেও গ্রেপ্তার করা হয়।

পরে ওই কিশোরীসহ গ্রেপ্তার করা তরুণকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম ও অপহরণকারী বিয়ে করেছেন— এমন দাবি করলেও এ সংক্রান্ত কোনো কাগজ তারা দেখাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!