চান্দগাঁওয়ে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় হিজড়াসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর কালুরঘাট পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন হিজড়াসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনায় দুটি মামলা হয়। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২১০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মঈনুর রহমান।

গ্রেপ্তার আসামিরা হলেন রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে ফরিদা ওরফে সুন্দরী হিজড়া, মো. বাদশা ওরফে ববিতা হিজড়া, আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), মো. ইব্রাহিম (২৮)।সবাই চান্দগাঁও থানার মৌলভী বাজারের হানিফের কলোনির বাসিন্দা ছিলেন।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, ‘শনিবার রাতে পুলিশ ফাঁড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা এবং মাদক আইনে আলাদাভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে ছিনিয়ে নেওয়া দুই মাদক ব্যবসায়ীকে এখনও ধরতে পারেনি বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!