চাটগাঁইয়া ‘আইটেম গানে’ চট্টগ্রামের বউ কোনাল, নাটক মুশফিক ফারহানের

সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এবার নাটকের আইটেম গানে কণ্ঠ দিলেন শিল্পী কোনাল। তার শ্বশুরবাড়িও চট্টগ্রামে। আইটেম গানটি এ সময়ের আলোচিত অভিনেতা মুশফিক ফারহান অভিনীত ‘হাঙর’ নাটকের।

এর আগে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির আইটেম গান ‘আগুন লাগাই লো’ গেয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন কোনাল। সেই গানে বুবলীর সঙ্গে পর্দা মাতিয়েছিলেন শাকিব।

জানা গেছে, কোনালের গাওয়া গানটি সম্পূর্ণ চাটগাঁইয়া ভাষায়।

মাহমুদ মাহিমের পরিচালনায় ‘হাঙর’ নাটকের এই আইটেম গানটির মাধ্যমে প্রথমবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।

‘প্রেমের বান’ শিরোনামে এ গানটি লিখেছেন এমএ আলম শুভ, সুর সংগীত করেছেন আভরাল সাহির।

মানিকগঞ্জের মেয়ে কোনালের বেড়ে ওঠা কুয়েতে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে তার টুকটাক পরিচিতি গত কয়েক বছর। কারণ তার শ্বশুরবাড়ি চট্টগ্রাম।

কোনাল বলেন, চট্টগ্রামের ভাষা বুঝতে পারা আর সেই ভাষায় গান করা দুটো আলাদা বিষয়।

কোনাল যোগ করে বলেন, গানটি পুরোটাই চট্টগ্রামের ভাষায়। একেবারে আইটেম গান, মাস্তি আর ভরপুর এন্টারটেইনমেন্ট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!