চাক্তাইয়ে ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসনের বাজার মনিটরিং

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-চান্দগাঁও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাইয়ের ভেড়া মার্কেট ও নতুন চাক্তাইয়ে চাল, চনা, ছোলা, সেমাই, পিঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তদারকি ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

অভিযানে দোকানে পণ্যের মূল্যতালিকা না টাঙানো, মিথ্যা ঘোষণায় অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্য ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারায় এ জরিমানা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, বিএসটিআই কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন। এ সময় চাক্তাই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফোরকান এলাহি অনুপম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে নগরীর বৃহত্তম পাইকারি বাজার চাক্তাইয়ে রমজানের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য তদারকি ও মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ভেড়া মার্কেটের অদুদ স্টোরকে ৩ হাজার টাকা, নতুন চাক্তাইয়ের আরিফ স্টোরকে ২০ হাজার টাকা, রাসেল এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা, হক স্টোরকে পাঁচ হাজার টাকা ও তাজ স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা টাঙিয়ে দোকান ও আড়তদারদের পণ্যদ্রব্যাদি বিক্রি করতে নির্দেশনা দেন তিনি। একই সাথে রমজানের অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। ক্রেতাদের জিম্মি করে দ্রব্যের মূল্য বৃদ্ধিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!