চাঁদাবাজদের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার মামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় বেশ কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করেছে এক ছাত্রলীগ নেতা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন হাজী বদিউর রহমান মার্কেটের মালিক ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদুয়ানুল হক সুজন।

অভিযুক্তরা হলেন লোহাগাড়া উপজেলার দর্জিপাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. ইসমাঈল (৪০), একই এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে কফিল উদ্দীন (৩৪), ছোবহানের ছেলে মনছুর আলমসহ আরও কয়েকজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার হাজী বদিউর রহমান মার্কেটের জমিদার ফেরদৌসের ছেলে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুয়ানুল হক সুজনের কাছ থেকে স্থানীয় ইসমাঈল, কফিল উদ্দীন, মনছুর আলমসহ আরও কয়েকজন মিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা বদিউর রহমান মার্কেটে ব্যবসা করতে হলে স্থানীয় প্রভাবশালীদের টাকা দিত হয় বলে হুমকি দেয়। বাদী চাঁদা দিয়ে ব্যবসা করতে পারবে না বললে তারা রিদুয়ানুল হক সুজনের উপর হামলা চালায়। এর জেরে যাবতীয় প্রমাণ নিয়ে আজ চট্টগ্রাম চিফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন রিদুয়ান।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী রিদুয়ানুল হক সুজন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!