চসিক’র ৬৫২৪ কোটি টাকার তিন উন্নয়ন প্রকল্প

চসিক’র ৬৫২৪ কোটি টাকার তিন উন্নয়ন প্রকল্প 1বিশেষ প্রতিনিধি : নগরীর রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে ৬ হাজার ৫২৪ কোটি টাকার পৃথক ৩ টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (২৩ জুলাই) কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত ২৪ তম সাধারণ সভায় এই তথ্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে ৬৫২৪ কোটি টাকার পৃথক তিনটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। নগরীর প্রধান সড়কসহ ৯৮৬ দশমিক ৮৭ কিমি. সড়ক এলইডি লাইটিংয়ের আওতায় আনার লক্ষ্যে পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

মাদক নিয়ে নাগরিকদের সচেতন করার উপর জোর দিয়ে মেয়র বলেন, যানজট ও মাদক নাগরিক জীবনকে দূর্বিষহ পর্যায়ে পৌছে দিয়েছে। মাদক সমাজের ঘাতকব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। মাদক সেবন এবং বাজারজাত করন বিষয়ে নাগরিকদের সচেতন করার জন্য কাউন্সিলরদের এগিয়ে আসতে হবে।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!