চসিক মেয়রের শপথ নিলেন রেজাউল করিম চৌধুরী

রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে শপথ গ্রহন করেছেন চসিকের ৫৪ জন কাউন্সিলর।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শপথ নেন সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনের ৪০ জন কাউন্সিলর। তাদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

ওইদিন নৌকা ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হযন তিনক। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিতরা আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী। চসিকে কাউন্সিলর পদেও বিএনপির কোন প্রার্থী বিজয়ী হননি।

এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে নির্বাচন হয়নি। ওই ওয়ার্ডে আগামী ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!