চসিক পরিচালিত স্কুলের বেতন অর্ধেক মওকুফ চায় ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষার্থীদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে ৫০ শতাংশ মাসিক ফি মওকুফের দাবি জানিয়েছে ছাত্রলীগ। এর পাশাপাশি তারা অন্যান্য ফি বাতিলের দাবি জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষককে।

জানা যায়, করোনাভাইরাসে কারণে গত মার্চ থেকে সরকারি নির্দেশে বন্ধ রয়েছে সকল শিক্ষা কার্যক্রম। এরপর থেকে ভার্চুয়াল অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ সময় টিউশন ফি’র জন্য অভিভাবকদের চাপ না দেওয়ার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এরপরও চট্টগ্রামের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের এ নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী একাধিক অভিভাবক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনা মহামারিতে মানুষের জীবন হুমকির মুখে দাঁড়িয়েছে। চাকরি হারিয়ে গ্রামে চলে গেছে অনেকে। তাদের অনেকের বাচ্চাদের স্কুলের টিউশন ফি আদায় করা কোন ভাবে সম্ভব হচ্ছে না। যদি স্কুলগুলো অর্ধেক বেতন মওকুফ করে বাকি অর্ধেক বেতন কিস্তিতে দেওয়ার সুযোগ করে দেয় তাহলে ছেলে-মেয়েদের পড়া লেখার সমস্যা হবে না।’

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ সরকার জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে অন্যান্য ফি নিচ্ছে স্কুলগুলো। আমরা অর্ধেক বেতন মওকুফ ও বাকি অর্ধেক বেতন কিস্তিতে আদায়ের বিষয়ে কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেছি। তিনি আমাদেরকে বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আমাদেরকে প্রশাসক বরাবর একটি আবেদন করতে বলেছেন।’

এ সময় নগর ছাত্রলীগের সহ সম্পাদক এম হাসান আলী, সদস্য মিজানুর রহমান মিজান, চকবাজার থানা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নগরীতে সিটি কর্পোরেশন পরিচালিত ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সবাই সরকারের নির্দেশ মোতাবেক পরিচালনা করে যাচ্ছে। আমরাও নিয়মের বাইরে অতিরিক্ত কিছু করছি না। আমরা শুধু টিউশন ফি নিচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে।’

তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সকল স্কুলের প্রধান হচ্ছেন প্রশাসক মহোদয়। তিনি যদি এমন কোনো আদেশ তিনি দেন তাহলে সেভাবে ব্যবস্থা নিবো আমরা।’

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!