চসিক নির্বাচন, আপিলেও বাতিল আদেশ বহাল সেই প্রার্থীদের

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রেখেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। যাচাই বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিলের শুনানি শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে শুরু হয়। সারাদিনে সকল পক্ষের বক্তব্য ও দীর্ঘ যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় মনোনয়ন বাতিলের রায় বহালের সিদ্ধান্ত দেওয়া হয়।

এতে চূড়ান্তভাবে প্রার্থীতা হারালেন— মেয়র প্রার্থী খোকন চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল্লাহ খান, ১৯ নম্বর ওয়ার্ডের মো. আবদুল মান্নান, ২০ নম্বর ওয়াডের্র মো. হাফিজুল ইসলাম, ৩৮ নম্বর ওয়ার্ডে হাসান মুন্না। এর আগে তাদের মনোনয়ন বাতিল হলে তারা আপিল করেন।

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে যারা আবেদন করেননি- ৭ নম্বর ওয়ার্ডের মো. সোহেল মাহমুদ, ১৫ নম্বর ওয়ার্ডের মো. আলী আকবর, ১৮ নম্বর ওয়ার্ডের মো. তৈয়ব, ১৯ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন মাহমুদ রনি, ২০ নম্বর ওয়াডের্র মো. হাফিজুল ইসলাম, ৩২ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুল্লাহ। ।

প্রসঙ্গত, গত ১ মার্চ যাচাই-বাছাইয়ে প্রার্থীতা বাতিল হয় উল্লেখিত প্রার্থীদের। কাউন্সিলর প্রার্থীদের কেউ নিজে ঋণ খেলাপী, কেউ ঋণ খেলাপীর জামিনদার। মেয়র প্রার্থী খোকন চৌধুরী প্রস্তাবক সমর্থকের তালিকায় জালিয়াতি প্রমাণ হয়েছে। যাদের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল তাদের অনেকেই স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের টিমের কাছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। বৈঠকে সব কিছু যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে রায় দেওয়া হয়।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!