চসিক নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ এনে এবার আদালতে গেল বিএনপি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপ দপ্তর সম্পাদক ইদ্রীস আলী।

মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিমসহ ৯ জনকে বিবাদী করে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন।

মামলার বাকি ৮ বিবাদী হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, অন্য পাঁচ মেয়রপ্রার্থী যথাক্রমে আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলাম।

মামলার পর ডা. শাহাদাত সাংবাদিকদের বলেন, ‘গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের কর্মকর্তারা সিটি নির্বাচনে কারচুপি করেছেন। নির্বাচন কমিশন চার হাজার ৮৮৫টি বুথের মধ্যে আমার এজেন্টদের হাতে ২০টি বুথের ফলাফলের প্রিন্টেড কপি দিয়েছেন। বাকি চার হাজার ৮৬৫টি বুথের হাতে লেখা ফলাফল দেওয়া হয়েছে। হাতে লেখা ভোটের ফলাফলের কাগজে তারা কাস্টিং ভোটের সংখ্যা পরিবর্তন করেছে। তারা পাঁচ শতাংশ ভোটের পরিবর্তে ২২ দশমিক পাঁচ শতাংশ লিখেছে।’

আগামী ২১ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!