চসিকের আবর্জনাবাহী গাড়ির চাপায় প্রাণ গেল পোশাক শ্রমিকের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আবর্জনাবাহী গাড়ির চাপায় কুলসুম বেগম (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম ডবলমুরিং থানার পান্না পাড়া এলাকার ইদ্রিস মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, ‘সকালে চৌমুহনী মোড়ে রিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন কুলসুম বেগম। চৌমুহনী মোড়ে আবর্জনাবাহী গাড়ির ধাক্কায় রিকশা উল্টো গিয়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পোশাক শ্রমিক বলে জানা গেছে।’

এ বিষয়ে জানতে চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও সাড়া মেলেনি।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!