চশমার বক্সে লুকানো ইয়াবাসহ ‘সাংবাদিক’ গ্রেপ্তার

সাংবাদিক না হয়েও নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন কক্সবাজারের চকরিয়ার জসিম উদ্দিন। তবে সাংবাদিকতা নয়, তার মূল ব্যবসা ছিল ইয়াবা বিক্রি। শেষমেশ পুলিশের হাতে ইয়াবাসহ ধরা খেলেন ২৮ বছর বয়সী সেই ‘সাংবাদিক’ জসিম উদ্দিন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকার কোরবানিয়া ঘোনায় অভিযান চালায় পুলিশ। এসময় পলাতক আসামি আলী হোসেনের বাড়ির উঠান থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আলী হোসেন নামের আরেক আসামি পালিয়ে যায়।

আটকের সময় তার কাছ থেকে চশমার বক্সে লুকানো ১৫১ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ওই এলাকার মো. রফিক আহমদের ছেলে।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো. মাহতাবুর রহমান বলেন, ‘জসিম উদ্দিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। তার অন্যতম সহযোগী হিসেবে কাজ করছিলো বহু মামলার পলাতক আসামি আলী হোসেন। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী হোসেনের বাড়ির উঠান থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলী হোসেন পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জসিম উদ্দিনের হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে চশমার বক্সে লুকানো অবস্থায় ১৫১ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে।’

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘কথিত সাংবাদিক জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোর্শেদ বাদি হয়ে মাদক আইনে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে।’

কেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!