চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন। ২৩ এপ্রিল (শুক্রবার) সকাল সোয়া ১০টায় তিনি মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ মার্চ নগরীর পাঁচলাইশস্থ বেসরকারি ডেল্টা হাসপাতালে ভর্তি হন।

তিনদিন আগে করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তাঁর। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের প্রথম পুত্র। শুক্রবার রাত ৮টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, প্রমুখ।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!