চরপাথরঘাটায় খাদ্যসামগ্রী পেল ২০৫টি পরিবার

চট্টগ্রাম নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘মঙ্গলবার্তা’র উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সংগঠনের কয়েকজন সদস্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ২০৫টি পরিবারের মাঝে বিতরণ করেন।

চরপাথরঘাটায় খাদ্যসামগ্রী পেল ২০৫টি পরিবার 1

সংগঠনের সমন্বয়কারী সাকলাইন খুরশিদ জানান, ‘আমরা এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী, তাদের বন্ধু-স্বজন এবং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের কয়েকজন শিক্ষকের সহায়তায় আমরা এ ত্রাণ বিতরণ করতে সক্ষম হই।’

লকডাউনের এই সময়ে শ্রমজীবী এসব মানুষকে যাতে ঘরের বাইরে বের হতে না হয় এজন্য আরও ত্রাণ বিতরণ করা হবে বলেও জানান সাকলাইন খুরশিদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!