চমেক হাসপাতাল পেল হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা মেশিন

সিএ ফার্মের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উদ্যোগ

দেশের শীর্ষস্থানীয় চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম (সিএ) রহমান-রহমান হক—চট্টগ্রামের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সম্মিলিত উদ্যোগ ও সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য একটি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা মেশিন দেওয়া হয়েছে। শীঘ্রই আরও একটি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা মেশিন দেওয়ারও প্রস্তুতি বলে জানানো হয়েছে।

শনিবার (২০ জুন) এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবিরের কাছে মেশিনটি হস্তান্তর করেন রিয়াজুল কবির এফসিএ।

এ সময় রহমান-রহমান হক— চট্টগ্রামের প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী সাহাদাত হোসেন, সামিউল কবির, হাসান মুরাদ ও সাদ আবদুল্লাহ। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সাজ্জাদ ইউসুফ।

সবশেষে চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম রহমান-রহমান হক, চট্টগ্রামের আবাসিক পরিচালক মো. সাইফুদ্দিন এফসিএ বর্তমান ও প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ জানান এমন একটি মহৎ কাজে এগিয়ে আসার জন্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!