চমেক হাসপাতালের কমোডে পড়ে ছিল নবজাতক, বেঁচে আছে এখনো

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে এ বাচ্চাটিকে উদ্ধার করা হয়।

চমেকের জরুরী বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, একজন আয়া সকালে টয়লেটের কমোডে ওই নবজাতককে পড়ে থাকতে দেখে ওয়ার্ডে তিনি খবর দেন। পরে চিকিৎসকরা সেটি ওয়ার্ডে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের সর্দার এনায়েম মিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওয়ার্ডের আয়া সিক্তা ভোর ৫টা ৫০ মিনিটে টয়লেটে গিয়ে দেখেন কমোডের মধ্যে একটা নবজাতক পড়ে আছে। পরে বাচ্চাটিকে উদ্ধার করে ৩২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে। বাচ্চাটি এখনো জীবিত। ওয়ার্ডের জরুরী খাতায় ওই নবজাতকের মায়ের নাম পাওয়া যায়নি।’

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) রাজিব কুমার পালিত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সকাল থেকে আমি মিটিংয়ে ছিলাম। সাড়ে ১০টায় মিটিং শেষে বিষয়টি জেনেছি। আমি খোঁজ নিচ্ছি।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!