চমেকে সংঘর্ষ—নাছির গ্রুপের পর এবার নওফেল গ্রুপের ‘পাল্টা মামলা’

চট্টগ্রাম মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় এবার পাল্টা মামলা করলো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পাঁচলাইশ থানায় মন্ত্রী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত চমেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম জয় বাদি হয়ে পাল্টা মামলাটি দায়ের করেন।

এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) ক্যাম্পাসে ঘটা সংঘর্ষের ঘটনার একদিন পর বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে পাঁচলাইশ থানায় প্রথম মামলা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা।

জয়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার বাদি ডা. হাবীবুর রহমানকে। ডা. হাবীবুর রহমান চমেক ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- হাবিবুর রহমান, আল-আমিন ইসলাম শিমুল, ওসমান গনি, অতন্দ্র আকাশ, আলনার শাহরিয়ার, মাসুম বিল্লাহ মাহিন, সাইফুল আলম লিমন, ফরিদ আহমেদ, সুজয় মান বড়ূয়া জিতূ, ওয়াহেদুল আলম শিমুল, আলাউদ্দিন আলো, শাহরিয়ার মো. রাহাতুল ইসলাম, মিনহাজ আরমান লিখন, মাহাদী বিন হাসিম, তাজওয়ার রহমান অয়ন, পল্লব বিশ্বাস, মো. ইফরাইন, রবিউল হোসেন প্রকাশ রবিউল।

মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী।

প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একক নিয়ন্ত্রণ ছিল আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের। গত এক বছর ধরে চমেক ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে শিক্ষা উপমন্ত্রী নওফেল ও আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!