চমেকে সংঘর্ষ, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে আসামি করে মামলা

আসামিদের সকলে নওফেলের অনুসারী হিসেবে পরিচিত

চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তারদের উপর হামলার পর দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনসহ ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চমেক ছাত্রলীগের সভাপতি ডা. হাবীবুর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন।

বুধবার (২৮ এপ্রিল) রাতে চমেক ক্যাম্পাসে দফায় দফায় ঘটা সংঘর্ষের ঘটনায় দায়ের করা এই মামলার আসামীরা হলেন অভিজিৎ দাশ (২১), মুশফিকুল ইসলাম আরাফ (২২), রিয়াজুল ইসলাম (২২), তৌফিকুর রহমান (২৪), সৌমিক বড়ুয়া (২৪), আতাউল্লা বুখারী (২২), ফজলে রাব্বী সুজন (৩২), সুভাষ মল্লিক সবুজ (২৮), সাদ্দাম হোসেন ইভান (৩০), রবিউল ইসলাম রাজু (২৫), ভূঁইয়া রওনক, হানিফ (৩০), রিয়াজ উদ্দিন আরমান (৩০)।

চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

আসামিদের সকলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে বুধবারের সংঘর্ষে আহতদের পক্ষে আমলা দায়ের করা ডা. হাবীবুর রহমান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

প্রসঙ্গত চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একক নিয়ন্ত্রণ ছিল আজম নাছির উদ্দিনের অনুসারীদের। গত এক বছর ধরে চমেক ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে শিক্ষা উপমন্ত্রী নওফেল ও আজম নাছির উদ্দিনের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!