চমেকে বার্ন ইউনিটের স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জন্য চকবাজারের গোঁয়াছি বাগান এলাকার প্রস্তাবিত স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে নগরের এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ১২ মার্চ প্রকল্প এলাকায় প্রাথমিক কারিগরি কার্যক্রম পরিদর্শন করে সমঝোতা স্বাক্ষর করে চীনা প্রতিনিধি দল।

এর পরদিনই এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতেই অবৈধ স্থাপনাগুলো সরানো হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

অভিযানের প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, ‘গত ১ ফেব্রুয়ারি সেখানে থাকা স্থাপনাগুলো সরাতে স্টাফদের নোটিশ দেওয়া হয়। আজ সেখানে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। কারণ চীনের প্রতিনিধিরা চাইছে প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে।’

উল্লেখ্য, চমেক হাসপাতালে পেছনে গোঁয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ হবে বার্ন ইউনিট। প্রকল্পটিতে ১৫০টি শয্যা থাকবে। তার মধ্যে ২০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টি আইসিইউ, ২৫টি এইচডিইউ ও ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি টাকা।

এছাড়াও রোগী আনা নেওয়ার সুবিধার জন্য তিনটি রাস্তা তৈরি করা হবে। তারমধ্যে একটি চট্টেশ্বরী রোডের দিকে, সেটি হবে বার্ন হাসপাতালের প্রধান রাস্তা। আরেকটি চমেক হাসপাতালের পেছনে ছাত্রহোস্টেলের দিকে। অন্যটি হবে মিজান হোস্টেলের দিক থেকে। 

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!