চমেকে ডেঙ্গু রোগীদের দেখতে গেলেন মেয়র, দিলেন আইসিইউর বেড

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি শনিবার (৩ আগস্ট) সকালে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মেয়র চিকিৎসকদের রোগীদের চিকিৎসায় আন্তরিকভাবে দায়িত্বপালন করতে অনুরোধ করেন।

এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেসিয়োলজি বিভাগের নতুন আইসিইউ কক্ষ উদ্বোধন করেন আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহসেন উদ্দিন, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. প্রদীপ দত্ত, ডা. শামসুল আলম, ডা. নোমান খালেদ, ডা. মো. শরীফ, ডা. প্রণয়, ডা. রিজোয়ান রেহান প্রমুখ। মেয়র নাছির নতুন এ আইসিইউতে ব্যক্তিগত তহবিল থেকে একটি আইসিইউ বেড প্রদান করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহসেন উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড ছিল। এরমধ্যে একটি বেড নষ্ট হয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বেকায়দায় পড়ে। বিষয়টি মেয়র মহোদয় অবহিত হওয়ার পর নিজ থেকেই বেড দেওয়ার ঘোষণা দেন। সপ্তাহখানেক আগে বেডটি চমেক হাসপাতালে এসে পৌঁছায়।’ মেয়রের মতো সমাজের বিত্তবানদের উচিত মানুষের কল্যাণে এগিয়ে আসা।

এডি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!