চমেকের জরুরি বিভাগে হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশব্যাপী নৈরাজ্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (২৯ মার্চ) বিক্ষোভ মিছিলটি চমেকের প্রধান ছাত্রাবাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

চমেকের জরুরি বিভাগে হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ 1

এ সময় নিজ মেডিকেলের জরুরি বিভাগে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে।

এ সময় তারা বলেন, ‘গত কয়েকদিন বিএনপি ও জামায়াত-শিবির সন্ত্রাসীগোষ্ঠী হেফাজতের নামে যে নৈরাজ্য করছে, তা পুরো দেশকে কঠিন যন্ত্রণায় জর্জরিত করে তুলছে। এই সহিংসতার জন্য জাতি হিসেবে আমরা লজ্জিত।’

তারা আরও বলেন, ওই গোষ্ঠীর হাত থেকে রক্ষা পায়নি চমেকের জরুরি বিভাগও। কোন সভ্য জাতি কখনো হাসপাতালে হামলা করতে পারে না। আমরা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!