চবি শিক্ষার্থী এবার করোনায় আক্রান্ত

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ মে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দেন।

জানা যায়, তার গ্রামের বাড়ি ভৈরব জেলার সদর উপজেলায়। তার গ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। গ্রামের কারও মাধ্যমে তার মাঝে করোনার সংক্রমণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার সহপাঠী মেহেদী হাসান মাসুদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ১৯ তারিখ সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তাকে সন্ধ্যায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!