চবি শিক্ষার্থীরা মেতে উঠলেন পৌষ পার্বণ-পিঠা উৎসবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পৌষ পার্বণ অনুষ্ঠান ও পিঠা উৎসব। হারিয়ে যেতে বসা দেশীয় নানা রকমের প্রায় পঁচিশ রকমের পিঠা পরিবেশন করা হয় উৎসবে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টায় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।

চবি শিক্ষার্থীরা মেতে উঠলেন পৌষ পার্বণ-পিঠা উৎসবে 1

র‍্যালিতে দেশীয় ঢং প্রদর্শন করে বিভাগের শিক্ষার্থীরা। এতে কেউ সাজেন ধর্মীয় প্রধান, কেউ বর-কনে। আবার কেউ সাজেন জেলে, কেউবা নাপিত-কৃষক। আবার কেউ গ্রাম্য বখাটে।

র‍্যালি শেষে বাংলা চত্বরে শুরু হয় পিঠা উৎসব। হরেক রকম পিঠা সাজিয়ে শীতের আমেজ তৈরি করে শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অগমনে মুখরিত হয়ে ওঠে পিঠা উৎসব।

চবি শিক্ষার্থীরা মেতে উঠলেন পৌষ পার্বণ-পিঠা উৎসবে 2

এ সময় দেশীয় বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন করা হয় শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে।

বেলা ৩ টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটিকা, পুঁথি পাঠ করা হয়। সন্ধ্যা ৬ টায় ব্যান্ড ‘সরলা’র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!