চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী শনিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বক্তা থাকবেন একুশে পদকপ্রাপ্ত গবেষক প্রফেসর ড. মাহবুবুল হক। সভাপতিত্ব করবেন সুবর্ণজয়ন্তী ২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক ডা. প্রীতীশ বড়ুয়া।

অনুষ্ঠান সূচীতে রয়েছে সকাল সাড়ে ৯ টায় সুবর্ণজয়ন্তীর সূচনা, পৌনে ১০ টায় র‌্যালি, পৌনে ১১ টায় কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ, ১১ টায় জাতীয়সঙ্গীত ও পতাকা উত্তোলন, সোয়া ১১ টায় অতিথিবৃন্দের মঞ্চে উপবেশন, ১১ টা ২০ মিনিটে স্বাগত ভাষণ, ১২ টা ২০ মিনিটে সংবর্ধনা (প্রাক্তন শিক্ষক-কর্মকতা-কর্মচারী), ১ টা ২০ মিনিটে স্মৃতিচারণ (চলমান), ১টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজ (স্কুল প্রাঙ্গণ), ২টায় নৃত্যালেখ্য, আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৪টায় আমন্ত্রিত অতিথি পর্ব, পৌনে ৫ টায় ব্যান্ডশো ও রাত ৮ টায় র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির অহ্বায়ক মিজানুর রহমান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!