চবি মেডিকেল সেন্টারে করোনার টিকা কার্যক্রম শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শতভাগ শিক্ষক-শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

প্রাথমিকভাবে হাটহাজারী কেন্দ্রে নিবন্ধনকারী শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও প্রতি শনি, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে টিকা দিতে পারবে। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে নিবন্ধনকারীরাও টিকা পাবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। চীফ মেডিকল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

প্রসঙ্গত, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে টিকার কার্ডের প্রিন্টেড দুই কপি সাথে করে নিয়ে যেতে হবে। তবে এসএমএস না আসলেও টিকা দেয়া যাবে।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!