চবি ছাত্র লাবিবের খোঁজ মিলছে না দুদিন ধরে, হাসপাতাল থেকে বেরুনোর পরই নিখোঁজ

চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। এ ঘটনায় তার খোঁজ চেয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেছে স্বজনরা।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম এসএম আবরার লাবিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (২৭ তম ব্যাচ) শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তিনি হাসপাতাল থেকে এক সপ্তাহ পর ১০ মিনিটের জন্য বাইরে ঘুরতে বের হন। করোনাভাইরাসে আক্রান্ত বাবার দেখাশোনার জন্য গত ১৫ দিন ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অবস্থান করছিলেন চবি শিক্ষার্থী লাবিব।

এস এম আবরার লাবিবের ফুফাতো ভাই মোহাম্মদ সাদী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘লাবিবের বাবা করোনাভাইরাস পজিটিভ হয়ে ১৫ দিন ধরে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লাবিব তার মাকে নিয়ে হাসপাতালে বাবাকে দেখাশোনা করতো। গতকাল ওনাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়।’

তিনি বলেন, ‘পরে লাবিব এক সপ্তাহের বেশি সময় পর ১০ মিনিটের জন্য ঘুরতে হাসপাতাল থেকে বাইরে বের হয়। এ সময় সে মোবাইলও সঙ্গে নিয়ে যায়নি।’

তিনি আরও বলেন, ‘১০ মিনিটের জন্য বের যখন এক ঘন্টায়ও ফেরেনি সে। তখন আমরা ভেবেছি হয়ত হাসপাতালে ঘুমাতে না পেরে ঘুমানোর জন্য কোন আত্মীয়ের বাসায় গেছে। কিন্তু সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আমরা সকালে ডবলমুরিং থানায় একটি জিডি করেছি।’

এ বিষয়ে ডবলমুরিং থানার তদন্ত কর্মকর্তা এসএম মানিক বলেন, ‘সকালে একটি জিডি করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!