অবশেষে পূর্ণাঙ্গ হচ্ছে চবি ছাত্রলীগের কমিটি, চাওয়া হয়েছে জীবনবৃত্তান্ত

দুই সদস্যের কমিটি গঠনের প্রায় আড়াই বছর পর পূর্ণাঙ্গ হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে আগ্রহী কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ২৮ নভেম্বরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়— ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা সকল গ্রহণযোগ্য, মেধাবী, পরিশ্রমী ও সৃজনশীল কর্মীর কাছ থেকে জীবনবৃত্তান্ত আহবান করা হচ্ছে।’

‘দ্রুততম সময়ের মধ্যে হল, ফ্যাকাল্টি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নিম্নবর্ণিত সংযুক্তিসমূহ সহ রাজনৈতিক পরিচিতি সংবলিত জীবনবৃত্তান্ত শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসন টিপুর নিকট আগামী ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— জীবনবৃত্তান্তের সাথে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি (২ কপি), শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও স্ব স্ব ইউনিয়ন/ওয়ার্ড/উপজেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘আমরা আমাদের কমিটি পূর্ণাঙ্গ করার কাজ শুরু করেছি। জীবনবৃত্তান্ত হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা বিতর্কমুক্ত একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনতে এবং অনুপ্রবেশ ঠেকাতে আমরা জীবনবৃত্তান্তের সাথে কিছু ডকুমেন্টস চেয়েছি। সেগুলো দেখে যাচাই বাছাই করে কমিটিতে যোগ্যদের স্থান দেয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এমআইটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!