চবি অফিসার সমিতির বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ, ছাত্রলীগের আল্টিমেটাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ এনে কমিটি ভেঙে নতুন নির্বাচন দিতে প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪ক অনুচ্ছেদের সুস্পষ্ট অবমাননা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সরকারি আদেশের লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টাঙানো হয়নি। তাছাড়া আমানত হলে কর্মরত ডেপুটি রেজিষ্ট্রার কামরুল আলম রাশেদের বাসায় কর্মরত অবস্থায় হলের অবসরপ্রাপ্ত সাবেক কর্মচারী আবুল হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার প্রচেষ্টা করেছেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।’

তারা আরও বলেন, ‘সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক চিহ্নিত শিবির ক্যাডার ও আমানত হল শিবিরের সাবেক সভাপতি মো. শহীদসহ আরো কয়েকজন সাবেক ছাত্রদল-শিবির ক্যাডারের পদোন্নতির জন্য চেষ্টা তদবির চালাচ্ছেন। এসব অপকর্মের জন্য ৭২ ঘন্টার মধ্যে সমিতির বর্তমান কমিটি ভেঙে নতুন নির্বাচনের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। অন্যথায় শাখা ছাত্রলীগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

এসময় শাখা ছাত্রলীগ নেতা ফোরকানুল আলমের সঞ্চালনায় মুকুল বিন্দু, সাদাফ খান, আবরারুল হক, ফরহাদ হোসাইন, মাহফুজুল হুদা লোটাস, কামরুল হাসান ইশরাদী, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!