চবির ৬ পাহাড়ে ধস, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ

টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৬ টি পাহাড় ধসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আরও পাহাড়ধসের শঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুন) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে সতর্ক করা হয়। এর আগে টানা ভারী বর্ষণে রোববার রাতে ক্যাম্পাসের কাটা পাহাড়, শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড়, গোল পুকুর, গোডাউন কলোনিসহ বিভিন্ন জায়গায় অন্তত ৬টি পাহাড়ধস পড়ে। এতে কয়েকটি গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়া একটি গ্যাসলাইন ফেটে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পাহাড় ধসে পড়েছে। পাহাড় সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আমরা ক্যাম্পাসে মাইকিং করেছি।’

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!