চবির সি ইউনিটে পাশই করতে পারেনি ৭৫ শতাংশ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশ করেছে মাত্র ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। যা শতকরার হিসেবে মাত্র ২৫ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে প্রায় ৭ হাজার শিক্ষার্থী।

শনিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন সি ইউনিটের কো‌-অর্ডিনেটর এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী।

তিনি বলেন, ‘সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১ হাজার ৬০ জন আবেদনকারী বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ হাজার ২২২ জন। এর মধ্যে ২ হাজার ২৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। শতকরার হিসাবে ২৪. ৫৫ ভাগ উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৭৫. ৫৫ শতাংশ শিক্ষার্থী।’

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!