চবির সব পরীক্ষা স্থগিত ঘোষণা, শিক্ষার্থীদের ঢাকা পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের বাস

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সকল ধরনের পরীক্ষা ফের স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছে দেওয়া হবে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সকল ধরনের পরীক্ষা আগামীকাল রোববার থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকা পর্যন্ত পৌঁছে দিব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি তদারকি করবেন। আগামীকাল বেলা ১২ টায় শিক্ষার্থীদের নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবে। যারা ঢাকা যেতে ইচ্ছুক তারা যেন প্রক্টরের সাথে যোগাযোগ করে।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। এর আগে গত ৯ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!