চবির ভর্তি পরীক্ষা বিপদে ফেলে দিল ঢাকার ৭ কলেজে ভর্তিচ্ছুদেরও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ একই দিনে পড়ায় বিপাকে পড়ে গেছেন এই দুই অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন, তারা অনেকেই এই দুই ইউনিটেই আবেদন করেছেন। কিন্তু একই দিনে দুই পরীক্ষার তারিখ ঘোষণায় তাদের যেকোনো একটিতে অংশ নিতে হবে।

তাই যেকোনো একটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন তারা।

এই শিক্ষার্থীদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তির আবেদন ফরম পূরণ করেছেন। এর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফরমও পূরণ করেছেন। এখন তারা দোটানায় পড়ে গেছেন।

আগামী ৩০ অক্টোবর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আবার ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!