চবির ফ্রি ইন্টারনেট নিয়ে লুকোচুরি, বাস্তবের ২৮০১ প্রশাসনের হিসাবে মাত্র ২৪

২০৫৫ জন কোনো ডাটাই ব্যবহার করেনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের ১৫ জিবি ইন্টারনেট ডাটা নিয়ে চলছে বিস্ময়কর লুকোচুরি। রোববার ঘটা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ১৫ জিবি সম্পূর্ণ ব্যবহার করেছে মাত্র ২৪ জন। অথচ চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ফ্রি ১৫ জিবি সম্পূর্ণ ব্যবহার করেছে ২ হাজার ৮০১ জন শিক্ষক-শিক্ষার্থী। এমনকি এদের মধ্যে ২ হাজার ২০১ জনকে কয়েক কিস্তিতে পুনরায় ১৫ জিবি ডাটা দেওয়া হয়েছে। রবি-চবি চুক্তির সাথে সংশ্লিষ্ট রবির এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিতও করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষের দেওয়া বিনামূল্যের ১৫ জিবি ডাটা সম্পূর্ণ ব্যবহার করেছেন ২ হাজার ৮০১ জন শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে ২ হাজার ২০১ জনকে পরে আবার ১৫ জিবি দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডাটা দিতে দেরি হওয়ায় ৫৮০ জন নিজেরা টাকা দিয়ে ১৫ জিবি কিনে নিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ১৫ জিবি সম্পূর্ণ ব্যবহার করেছে মাত্র ২৪ জন।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের মাত্র ২৪ জন শিক্ষার্থী ১৫ জিবি ডাটা সম্পূর্ণ ব্যবহার করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

প্রক্টরের দেওয়া তথ্যমতে, ফ্রি ১৫ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ১৫ জিবি ইন্টারনেট শেষ করেছেন মাত্র ২৪ জন। একেবারেই ব্যবহার করেননি ২ হাজার ৫৫ জন। ১-৩ জিবি ব্যবহার করেছেন ২ হাজার ৬৬৬ জন। ৩-৭ জিবি ব্যবহার করেছেন ১ হাজার ১৪৩ জন। ৭-১০ জিবি ব্যবহার করেছেন ৪১৯ জন। ১০-১৪ জিবি ব্যবহার করেছেন ৪৭০ জন।

পরে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘১৫ জিবি ইন্টারনেটের সময়কাল প্রথমে এক মাস রাখা হলেও পরবর্তীতে রবি অপারেটরের সঙ্গে কথা বলে আমরা ইন্টারনেটের মেয়াদ আরও একমাস বাড়িয়ে দুই মাস করেছিলাম। তবে ইন্টারনেট ব্যবহারের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা দেখেছি, অধিকাংশ ডাটা ব্যবহার হচ্ছে না। তাই আমরা দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত যারা ৭ জিবির ওপরে ব্যবহার করেছে, তাদেরকে আবার প্যাকেজটি দিয়েছি। বাকিদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ফ্রি ১৫ জিবি সম্পূর্ণ ব্যবহার করেছে ২ হাজার ৮০১ জন শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে ২ হাজার ২০১ জনকে কয়েক কিস্তিতে পুনরায় ১৫ জিবি ডাটা দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডাটা দিতে দেরি হওয়ায় ৫৮০ জন নিজেরা ৯৯ টাকা দিয়ে ১৫ জিবি কিনে নিয়েছে।

জানা যায়, সম্পূর্ণ ১৫ জিবি শেষ করায় ২২ ডিসেম্বর ৮২১ জনকে, ৩০ ডিসেম্বর ৬৬৫ জনকে, ১২ জানুয়ারি ৫৬২ জনকে ও ১৪ জানুয়ারি ১৭৩ জনকে নতুন করে ১৫ জিবি ডাটা দেওয়া হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন রবি-চবি চুক্তির সাথে সংশ্লিষ্ট রবির এক দায়িত্বশীল কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রতিমাসে শিক্ষক-শিক্ষার্থীদের রবি সিমের মাধ্যমে ১৫ জিবি ডাটা বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এর জন্য নির্দিষ্ট ফরমে নির্দিষ্ট সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদন করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বিনামূল্যের ডাটার জন্য বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৬০০ শিক্ষক-শিক্ষার্থী আবেদন করেন। পহেলা নভেম্বর থেকে কয়েক কিস্তিতে ১০ হাজার ২৬ জনের কাছে প্রথম মাসের ১৫ জিবি ডাটা পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধুমাত্র জুম, গুগল ড্রাইভ, বিডিরেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!