চবির তিন ছাত্র সিএনজিচালকদের মার খেল, প্রতিবাদে মূল ফটকে তালা

সব সিএনজিচালক মুহূর্তেই একজোট

ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজিচালকরা। তিন শিক্ষার্থীর মধ্যে দুজন শাখা ছাত্রলীগের কর্মী। এ ঘটনার বিচারের দাবিতে মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের দুইটি উপগ্রুপের নেতাকর্মীরা।

চবির তিন ছাত্র সিএনজিচালকদের মার খেল, প্রতিবাদে মূল ফটকে তালা 1

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

পরে পৌনে সাতটায় বিচারের দাবিতে ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের কর্মীরা মূল ফটকে তালা দেয়। সর্বশেষ রাত সাড়ে আটটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূল ফটকে তালা খোলা হয়নি।

মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন— অর্থনীতি বিভাগের ফয়সাল হক, গণিত বিভাগের রাউফুন প্রমাণিক ও ফজলে রাব্বী।

এদের মধ্যে রাউফুন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপ ও ফয়সাল সিএফসি গ্রুপের কর্মী।

মারধরের শিকার শিক্ষার্থীরা বলেন, আমরা রেলক্রসিং থেকে জিরো পয়েন্টে আসার জন্য সিএনজিতে উঠতে চাইলে চালক ৫ টাকার ভাড়া ২০ টাকা দাবি করে। আমরা তার সিএনজিতে না ওঠে আরেক সিএনজিতে উঠতে চাইলে আগের চালক আমাদের সিএনজিতে নিতে নিষেধ করে। আমরা এর প্রতিবাদ করলে সব সিএনজিচালক ও স্থানীয়রা একত্রে আমাদের মারধর শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা সিএনজি মালিক সমিতিকে আসতে বলেছি। তারা আসলে মীমাংসা করা হবে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!