চবির ডি-ইউনিটে পরীক্ষা দেয়নি ২৬ শতাংশ পরীক্ষার্থী, ফলাফল কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিতেই আসেনি। ৩৯ হাজার ৩৯১ জন আবেদনকারীর বিপরীতে পরীক্ষা দিয়েছে ২৯ হাজার ৮২ জন পরীক্ষার্থী। যা শতকরার হিসেবে মোট আবেদনকারীর ৭৪ শতাংশ।

সোমবার (২২ আগস্ট) সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি কেন্দ্রে দুই শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আবেদন করে।

তবে সম্মিলিত এই ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ হাজার ৮২ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৪ হাজার ৪৬৭ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৪ হাজার ৬১৫ জন।

ইউনিট কো-অর্ডিনেটর ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, পরীক্ষায় আমরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ফলাফল তৈরির কাজ চলছে। কাল নাগাদ প্রকাশ করার সম্ভাবনা আছে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!