চবির ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত

করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করার কারণে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছুটি আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে আগামী ১৪ এপ্রিল ২০ পর্যন্ত সাধারণ ছুটি পুনরায় বর্ধিত করেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরি সার্ভিস ব্যতীত) ও ক্লাস আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান বন্ধ ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পরবর্তীতে এই বন্ধ আরও বাড়তে পারে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!